‘অবশেষে বড় দিন এলো’, পিএসজির জয়ে এমবাপে-নেইমারের প্রতিক্রিয়া

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে একটা সময় দলে তারকা-মহাতারকার ভিড় জমিয়েছিলো পিএসজি। কিলিয়ান এমবাপের সঙ্গে বার্সেলোনা থেকে নেইমার ও পরে লিওনেল মেসিকেও নিয়ে এসেছিলো তারা। বছর পাঁচেক আগে ফাইনালে গিয়েও তারা পারেননি। এই তিনজনই ক্লাব ছেড়ে চলে গেছেন, মজার কথা হলো বড় কোন তারকাকে ছাড়াই এবার বড় সাফল্য ধরা দিয়েছে ফরাসী ক্লাবের। তবে দূর থেকেও পুরনো ক্লাবের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন এমবাপে ও নেইমার।

গত রাতে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার আনন্দে মাতে তারা। মার্সেইর পর পিএসজি দ্বিতীয় কোন ফরাসী ক্লাব যারা জিতল চ্যাম্পিয়ন্স লিগ।

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপে পুরনো দলের জয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে ভিডিও দিয়ে লিখেছেন, 'অবশেষে বড় দিন আসল। বিজয় এবং তার সাথে পুরো ক্লাবের মর্যাদা। অভিনন্দন, পিএসজি।'

ব্রাজিলিয়ান তারকা নেইমার পিএসজি ছেড়ে চলে যান সৌদি আরবের ক্লাব আল-হিলালে, সেখান থেকে এখন তিনি নিজ দেশের ক্লাব সান্তোসে আছেন। পিএসজির জয়ের মুহূর্ত তাকেও স্পর্শ করে গেছে। বেশি শব্দ খরচ না করে এই তারকা হাত তালির  ইমোজি ব্যবহার করে লিখেছেন, 'অভিনন্দন পিএসজি'

মহাতারকাদের ভিড়িয়ে জয় অর্জন ধরা দেয়নি, দুনিয়া কাঁপানো কোন তারকা ছাড়াই সেটা ধরা দিয়েছে। পিএসজির ফাইনাল জয়ে যেমন অবদান সম্মিলিত। সেখানে নামগুলোও বিশ্ব ফুটবলের বিচারে খুব বড় নয়। ফাইনালে প্রথম গোল করা মরক্কোর ডিফেন্ডার  আশরাফ হাকিমি চেনা সৈনিক। দুই গোল করা ১৯ বছরের দিজিরে দুয়েকে নতুন করে চিনবে দুনিয়া।  খাভিচা খাভারাতস্খেলিয়া ও সেনি মায়ুলুও মাত্রই পরিচিত হতে শুরু করেছেন।

মূলত দলীয় স্পিরিটে সেরা সাফল্য আনার কারিগর দলটির কোচ লুইস এনরিকের। ইতিহাসের ৬ষ্ঠ কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব অর্জন করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago