পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের সঙ্গে আলোচনা নেইমারের!

neymar

আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। সান্তোসে প্রত্যাবর্তনের স্বপ্নপূরণ হয়নি—না তার, না ক্লাবের। এখন শোনা যাচ্ছে, তিনি ফিরতে পারেন ইউরোপে, তাও আবার এমন এক ক্লাবে যা তার পুরনো ক্লাব প্যারিস স্যাঁ জার্মেইর (পিএসজি) চিরপ্রতিদ্বন্দ্বী—অলিম্পিক দ্য মার্সেই। এমন সংবাদই প্রকাশ পেয়েছে বেশ কিছু ফরাসি সংবাদমাধ্যমে।

চলতি বছর আল-হিলাল থেকে ফিরে নিজের ঘর সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সেই ফেরা রূপ নিয়েছে হতাশায়। ইনজুরিতে ভোগার কারণে মৌসুমের ২৭ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র ১৬টি। মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, মাঠের বাইরেও সমালোচনার মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফ্যানদের সঙ্গে সম্পর্কও ছিঁড়েচুড়ে গেছে এক পর্যায়ে।

সাম্প্রতিক একটি ম্যাচে (ইন্টার পোর্তো আলেগ্রের বিপক্ষে হারের সময়) এক সমর্থকের সঙ্গে তর্কে জড়ান নেইমার। সমর্থক তার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ চেয়েছিলেন, নেইমার পাল্টা অভিযোগ করেন যে ওই ব্যক্তি তার পরিবারকে অপমান করেছেন।

এই ঘটনার জেরে ক্লাব সমর্থকদের পক্ষ থেকে একটি কঠোর বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে নেইমারের নাম করে বলা হয়, 'আপনি আমাদের আইডল, তাই আমরা আপনাকে এমন আচরণ করতে বলছি, যা একজন আইডলের মতো। আপনি বলেছেন আপনি আরও অনেক টাকা অন্য কোথাও পেতে পারতেন, সেটাও আমরা জানি। কিন্তু ভাবুন তো, একজন ক্লান্ত-হতাশ সমর্থক, যার দল বারবার হেরে নিচে নামছে, সে তার প্রিয় খেলোয়াড়কে এক নজরে দেখে মিনতি করছে যেন সে দলকে জাগিয়ে তোলে—এটা কি দোষের কিছু?'

সান্তোস বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আ-তে ১৭তম অবস্থানে, অর্থাৎ অবনমন অঞ্চলেই রয়েছে। এমন পরিস্থিতিতে ক্লাব ছাড়ার চিন্তা যে নেইমারের মধ্যে কাজ করছে, সেটা অস্বাভাবিক নয়। আর ইউরোপে ফিরলে সবচেয়ে আগ্রহী ক্লাব হিসেবে উঠে এসেছে মার্সেইয়ের নাম।

ইতালিয়ান কোচ রোবের্তো দে জারবির অধীনে মার্সেই এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য প্রস্তুত। দলে আছেন আর্জেন্টিনার ফাকুন্দো মেদিনা ও লিওনার্দো বালেরদির মতো তরুণ ফুটবলার। নেইমার এই দলে যোগ দিলে সেটা শুধু মার্সেইর জন্য নয়, বিশ্ব ফুটবলের জন্যই হবে বড় চমক।

বিশ্বকাপ ২০২৬ খুব একটা দূরে নয়। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা সামনে রেখে নেইমার চাইবেন আবারও ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে নিজেকে প্রস্তুত করতে। আর সে সুযোগ যদি মার্সেইয়ের হাত ধরে আসে, তবে সেটি যে তিনি লুফে নিতে পারেন, তা বলাই বাহুল্য।

তবে বিতর্কও সঙ্গ ছাড়বে না। পিএসজির হয়ে ২০০টির বেশি ম্যাচ খেলে ক্লাব ছাড়ার সময়ও নানা নাটক হয়েছিল। এবার যদি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ে যোগ দেন, তাহলে আগুনে ঘি ঢালার মতোই হবে সেটি।

Comments

The Daily Star  | English

BNP to finalise 200 candidates by this month

Around 100 remained "problematic" due to internal rivalries and multiple nomination seekers

9h ago