চ্যাম্পিয়ন্স লিগ

এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

Kylian Mbappe

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ মঙ্গলবার কাজাখস্তানে খেলতে যাওয়াই ছিলো সেখানকার দর্শকদের জন্য বড় ঘটনা। দেশটির ক্লাব কায়রাতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৫-০ গোলে জয় লাভ করেছে স্প্যানিশ জায়ান্টরা, যেখানে কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করে রেখেছেন বড় অবদান। 

শনিবার নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর জাবি আলন্সোর দল ৭,০০০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করে দুর্দান্ত এক জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। এমবাপে ছাড়াও এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ মাদ্রিদের হয়ে গোল করে  দলকে শীর্ষে নিয়ে যান। 

টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম খেলতে আসা কায়রাত বাছাইপর্বে সেল্টিককে হারিয়েছিল কিন্তু লস ব্লাঙ্কোসকে সামলাতে পারেনি।

স্বাগতিকরা গোলরক্ষক হিসেবে ১৮ বছর বয়সী শেরখান কালমুরজাকে নিয়ে একাদশ সাজিয়েছিল, কারণ ক্লাবের অন্য তিনজন গোলরক্ষক ইনজুরিতে ছিলেন।

মাদ্রিদের প্রথম গোলের জন্য কালমুরজা-ই দায়ী ছিলেন, যখন তিনি আনাড়ির মতো ফ্রাঙ্কো মাস্টান্টুওনোকে ফেলে দেন। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধের সাত মিনিট পর গোলরক্ষক থিবো কোর্তোয়ার লম্বা কিকের সুযোগ নিয়ে এমবাপে তার দ্বিতীয় গোলটি করেন।

এরপর আরদা গুলার বক্সের বাইরে থেকে বলটিকে ফ্লিক করে এমবাপ্পের দিকে বাড়িয়ে দিলে তিনি তীক্ষ্ণ ফিনিশিং দিয়ে তার ট্রেবল পূর্ণ করেন।

বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৩তম মিনিটের পর হেডে গোল করেন এবং অতিরিক্ত সময়ে দিয়াজ মাদ্রিদের হয়ে পঞ্চমবারের মতন বল জালে জড়ান। 

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago