উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

টাইব্রেকারের নাটকীয়তায় শেষ আটে রিয়াল মাদ্রিদ

Real Madrid

খেলার শুরুতে কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে সহজেই শেষ আটে পৌঁছে যাওয়ার সুযোগ এসেছিলো, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুর জুনিয়র। অতিরিক্ত সময় পেরিয়ে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে নাটকীয়তার পর শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে নিজেদের মাঠে কনর গ্যালাহেরের ৩০ সেকেন্ডে করা গোলে মূল ম্যাচ অ্যাতলাটিকো ১-০ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। অতিরিক্ত সময়েও কেউ গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-২ গোলে জিতেছে রিয়াল। পেনাল্টি শ্যুট আউটে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের শট বাতিল হয় ডাবল টাচের কারণে। এর বাইরে লরেন্তে ব্যর্থ হন গোল করতে, তার শট লাগে বারে। রিয়ালে লুকাস ভাসকেস ছাড়া বাকি বল জড়ান জালে। দুই দলের প্রথম লেগে রিয়াল জিতেছিলো ২-১ ব্যবধানে। 

Comments

The Daily Star  | English

Bangkok sinkhole sparks warnings for Dhaka’s future

Experts say Dhaka’s unchecked urbanisation and groundwater depletion heighten risks of sinkholes and subsidence

2h ago