‘দ্রুত ঘুরে দাঁড়াতে হবে’, হারের পর বলছেন আলনসো
মৌসুমের শুরুটা হয়েছিলো ভালো। স্প্যানিশ লা লিগায় টেবিলের শীর্ষ এক পর্যায়ে অবস্থান শক্ত করে ফেলেছিলো রিয়াল মাদ্রিদ। তবে গত কয়েক ম্যাচ ধরে আচমকা পথ হারিয়ে ফেলেছে তারা। টানা তিন ড্রয়ের পর জয়ে ফিরলেও এবার হেরেই বসেছে দলটি। ব্যাকফুটে চলে যাওয়া দলকে দ্রুত ঘুরে দাঁড়াতে দেখতে চান কোচ জাভি আলনসো।
রোববার ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল। এদিন রিয়ালের দুই খেলোয়াড় পান লাল কার্ড। ফ্র্যান্সিসকো গার্সিয়া ৬৪ মিনিটে ও আলভারো কারেরাস যোগ করা সময়ে দেখেন লাল কার্ড। ৯ জনের দল নিয়ে ৫৪ মিনিট ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই গোল হজম করে রিয়াল।
এই ম্যাচ জিতে রিয়ালের সুযোগ ছিলো টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানো। এখন সেই ব্যবধান বেশ স্পষ্ট। ১৬ ম্যাচে বার্সার যেখানে ৪০ পয়েন্ট, রিয়ালের ৩৬।
এই হারের পর দলের মনোবল যাতে ধসে না যায় তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আলনসো, 'আমাদের যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে হবে হবে। সামনে তাকাতে হবে এটা শুধু তিন পয়েন্ট।'
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগার হারের ধাক্কা সামলে বড় এই ম্যাচে নিজেদের জাত চেনাতে চায় রিয়াল, 'আমাদের সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আছে—সেখানেই প্রতিক্রিয়া দেখাতে হবে, আর এই খারাপ অনুভূতি দূর করতে হবে।'


Comments