২ মাসের জন্য মাঠের বাইরে আলেক্সান্ডার-আর্নল্ড!
ইংল্যান্ডের ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড উরুর চোটে ভুগছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই চোট তাকে কমপক্ষে দুই মাসের জন্য মাঠের বাইরে রাখতে পারে।
বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে প্রথম গোলের অ্যাসিস্ট করেছিলেন সাবেক লিভারপুল রাইট-ব্যাক, এটাই ছিল তার প্রথম লা লিগা অ্যাসিস্ট। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর আলেক্সান্ডার-আর্নল্ডের বাম পায়ের সামনের অংশে পেশির চোট ধরা পড়েছে।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। এই সময়ে তিনি কমপক্ষে ১০টি ম্যাচ মিস করবেন, যার মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, মোনাকো এবং জোসে মরিনহো পরিচালিত বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।
এ মৌসুমে এটি আলেক্সান্ডার-আর্নল্ডের দ্বিতীয় চোট। এর আগে তিনি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন।
ডান দিকের রক্ষণে মারাত্মক সংকটে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি বড় ধাক্কা, কারণ দানি কারভাহালও বর্তমানে চোটের কারণে বাইরে, যার ফিরতে আরও এক মাস সময় লাগতে পারে।


Comments