'ভিনিসিয়ুসকে শিখতে হবে কে দায়িত্বে আছেন!'

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার মাঝে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পরিষ্কার বার্তা দিলেন টেনিস কিংবদন্তি ও মাদ্রিদ সমর্থক রাফায়েল নাদাল। তার মতে, ক্লাবের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষায় ভিনিসিয়ুসের উচিত কোচ জাবি আলোনসোর কর্তৃত্বকে সম্মান করা এবং আলোচনার মাধ্যমে যেকোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা।

মাদ্রিদের কোচ হিসেবে আলোনসোর শুরুটা দুর্দান্ত হলেও গত কয়েক সপ্তাহে পরিস্থিতি পাল্টে গেছে। মৌসুমের প্রথম ১৪ ম্যাচে ১৩ জয় পেলেও অ্যানফিল্ডে লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর দল যেন ছন্দ হারিয়ে ফেলে। এরপর লা লিগায় টানা তিন ম্যাচে জয়বিহীন, রায়ো ভায়েকানো ও নবাগত এলচের বিরুদ্ধেও জয় পায়নি দলটি।

স্প্যানিশ মিডিয়ার দাবি, এই ব্যর্থতার পর আলোনসোর প্রতি ড্রেসিংরুমের একাংশের আস্থা কমছে। বিশেষ করে ক্লাসিকোর সময় বদলি হওয়ায় ভিনিসিয়ুসের তীব্র প্রতিক্রিয়া নাকি পরিস্থিতি আরও খারাপ করেছে। অনেকে বলছেন, ব্রাজিলিয়ান উইঙ্গার এখন কোচের সঙ্গে 'শুধু পেশাদার' সম্পর্ক বজায় রাখছেন।

এই সকল কিছু জেনে মুভিস্টার প্লাসে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, 'আলোচনার মাধ্যমেই সব ঠিক করা সম্ভব। ভিনিকে বুঝতে হবে দলের দায়িত্বে কে আছেন এবং সেই কর্তৃত্বকে সম্মান করতে হবে। রিয়াল মাদ্রিদের ফুটবলার হওয়া মানেই বড় দায়িত্ব।'

তিনি আরও যোগ করেন, 'সে উন্নতি করতে চায়, এটা তার কথাবার্তায় বোঝা যায়। কিন্তু উন্নতির প্রথম শর্ত হলো নিজে সেই পথ বেছে নেওয়া। ক্লাবও তাকে সাহায্য করবে, কারণ ভিনি মাদ্রিদের বড় সম্পদ; তাকে অবমূল্যায়ন করা যাবে না।'

নাদালের মতে, ফুটবলে প্রতিদিনই নতুন গল্প তৈরি হয়, তাই বিষয়গুলো বড় হয়ে যায়। কিন্তু সমস্যার সমাধান সবসময় মানুষের মতো কথা বলে, বুঝে, এবং একতা বজায় রেখে।

দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ভিনিসিয়ুস নাকি ক্লাবকে জানিয়েছেন, আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলা পর্যন্ত তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন। এমন হলে মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনায় এটি বড় আঘাতই হবে।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

41m ago