খেলোয়াড়রা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে: আলোনসো
ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলকে দোষারোপ করার বদলে লড়াকু মানসিকতার প্রশংসায় ভাসালেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। অথচ বার্নাব্যুতে ২-১ গোলে হারের ফলে তার চাকরিই পড়েছে ঝুঁকির মুখে। তবু আলোনসো দৃঢ়ভাবে জানালেন, দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে।
আলোনসো ম্যাচের পর বলেন, 'এটি ছিল খুব প্রতিযোগিতামূলক একটি ম্যাচ, যেখানে নানা রকম মুহূর্ত এসেছে। আমরা দারুণভাবে শুরু করেছিলাম, রদ্রিগোর গোলে এগিয়েও গিয়েছিলাম, আরও কিছু সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু যখন মানসিকভাবে আপনি পুরোপুরি সেখানে থাকতে পারেন না, তখন খুব অল্প সময়েই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
'একটা কর্নার থেকে গোল, আরেকটা পেনাল্টি। যে অল্প ভুল থেকেই তারা ম্যাচে ফিরে এলো। তবু দল শেষ পর্যন্ত চেষ্টা করেছে, লড়াই করেছে। চোট-আঘাতে ভরা যে কঠিন সময় আমরা পার করছি, তার মধ্যেও কেউ হাল ছাড়েনি,' যোগ করেন এই কোচ।
তিনি আরও বলেন, 'খেলোয়াড়রা তাদের যা ছিল সবই দিয়েছে, আজ তাদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তাদের মনোভাবকে আমি ভীষণভাবে মূল্য দিচ্ছি। আমাদের চালিয়ে যেতে হবে। এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে ফল সবসময় আপনার মতো হবে না। আমরা নিজেদের প্রতিই সমালোচনামুখর, নিজেদের কাছে অনেক কিছু দাবি করি, আর সমর্থকদেরও বুঝি। কঠোর পরিশ্রম ছাড়া পথ নেই। আমরা বিশ্বাস করি এই কঠিন সময় পেরিয়ে যেতে পারব। সবকিছুই একসময় কাটিয়ে ওঠা যায়, আর আমি নিশ্চিত আমরা তা করব।'
রদ্রিগোর দুর্দান্ত শুরুর পরও মাদ্রিদ ভুলে ভরা খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। কর্তোয়ার ভুলে সমতা ফেরায় সিটি, আর বিরতির আগেই রুডিগারের মিসটাইমড চ্যালেঞ্জে পাওয়া পেনাল্টি থেকে হালান্ড গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয়। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ সমতায় ফেরার চেষ্টা করলেও সুযোগ সৃষ্টি করতে না পারায় হারতে হয় তাদের।
আলোনসো জানালেন ধারাবাহিকতা অর্জনই এখন মূল লক্ষ্য, 'আমাদের লক্ষ্য হলো প্রতিপক্ষ যেই হোক না কেন, পারফরম্যান্সে আরও ধারাবাহিক হওয়া। খুব ভালো একটি দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ছিল, তারপরও আমরা ড্র পাওয়ার মতো খেলেছি। ম্যাচে যেকোনো কিছুই হতে পারত। দল মনোযোগ ধরে রেখেছে, টেম্পো রেখেছে, শেষ পর্যন্ত চাপ দিয়েছে। এখন সামনে তাকাতে হবে, যা আছে তাই নিয়েই এগোতে হবে।'
ফর্মের দিক থেকে রিয়াল মাদ্রিদ এখন বড় সংকটে, শেষ আট ম্যাচে মাত্র দুই জয়। টেবিলের শীর্ষ আটে থেকে নকআউটে যাওয়ার লড়াই তাই জটিল হয়ে উঠছে। তবুও আলোনসোর বিশ্বাস অবিচল, খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে তার দল।


Comments