রিয়ালে সম্ভাব্য নতুন কোচের তালিকায় নাম আছে ক্লপেরও
সেল্টা ভিগোর কাছে বিব্রতকর ২-০ গোলের হার রিয়াল মাদ্রিদে সৃষ্টি করেছে তীব্র অস্থিরতা, আর সেই সংকটের মধ্যেই শোনা যাচ্ছে ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। আর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নাম ইয়ুর্গেন ক্লপেরও। লিভারপুল ছাড়ার পর পূর্ণকালীন কোচিং থেকে সরে দাঁড়ানো ক্লপ এখন রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অফ ফুটবল; তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়ালে আলোনসোর জায়গায় তাকে বিবেচনা করছে ক্লাব কর্তৃপক্ষ।
রোববারের পরাজয়, দুই লাল কার্ড, আর বার্নাব্যুর গ্যালারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর পরিস্থিতি দ্রুতই 'ক্রাইসিস মোডে' চলে গেছে। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে মাত্র ছয় পয়েন্ট পেয়েছে রিয়াল। অক্টোবরের ক্লাসিকো জয়ের পর যেখান থেকে তারা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল, সেখান থেকে এখন উল্টো তারা পিছিয়ে গেছে চার পয়েন্টে।
স্প্যানিশ দৈনিক এল মুন্দো-র খবর অনুযায়ী, ম্যাচ শেষে রাতেই চলে জরুরি বৈঠক, যা চলে রাত ১টা পর্যন্ত। ক্লাব নেতৃত্ব বিভক্ত, এক পক্ষ আলোনসোকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুললেও অন্য পক্ষ বলছে, বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। তবে এক জিনিস স্পষ্ট, বার্নাব্যুতে ধৈর্যের ভাঁড়ার ফুরিয়ে আসছে।
দলের ভেতরে আলোনসোর সঙ্গে যোগাযোগের দুর্বলতা এবং ড্রেসিং রুমে কর্তৃত্ব হারানোর অভিযোগও নেপথ্যে কাজ করছে। ক্লাব অবশ্য সব দায় তার ওপর চাপাচ্ছে না, কিন্তু সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্স আর 'পরিচয় হারানো' ফুটবল নিয়ে শীর্ষ পর্যায়ে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিচ্ছে।
ক্লপ একাধিকবার বলেছেন, তিনি আর পূর্ণকালীন কোচিংয়ে ফিরতে চান না। কিন্তু রিয়ালের এই সঙ্কটে তার নাম আবারও আলোচনায়। ক্লাবের অনেকেই মনে করেন, ভাঙাচোরা ড্রেসিং রুমে কর্তৃত্ব ফিরিয়ে আনার মতো ব্যক্তিত্ব তিনি।
রেড বুলে যোগ দেওয়ার পর তার অতীত অবস্থানের সঙ্গে এই সিদ্ধান্তের বৈপরীত্য নিয়ে সমালোচনাও হয়েছিল। জানা গেছে, তার চুক্তিতে জার্মান জাতীয় দলের চাকরির জন্য আবেদন করার একটি ধারা আছে; তবে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জন্য কোনো 'এক্সিট ক্লজ' আছে কি না, তা পরিষ্কার নয়। ক্লপের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য অ্যাথলেটিক-কে বলেছে, তিনি 'খুবই সন্তুষ্ট' তার বর্তমান ভূমিকা নিয়ে। যদিও বড় ক্লাবগুলোতে তার জন্য দরজা সত্যিকার অর্থে কখনোই পুরোপুরি বন্ধ থাকে না।
রিয়ালের আরেক জনপ্রিয় নাম আলভারো আরবেলোয়া, যিনি রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার বর্তমান কোচ। ক্লাবের সংস্কৃতি ও কাঠামো বোঝেন বলে তাকেও বিবেচনা করছে শীর্ষ কর্মকর্তারা। অপরদিকে, জিনেদিন জিদানের প্রতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহ আগের মতোই অটুট। তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই ইতিহাস এখনও ক্লাবের মনে তাজা।
তবে ফরাসি গণমাধ্যম বলছে, জিদান এখনো ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়েই বেশি আগ্রহী। ২০১৯ সালে সংকটের সময়ে তিনি দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এবার তার প্রাপ্যতা এবং ইচ্ছা দুটিই অনিশ্চিত।


Comments