শীর্ষস্থান হারিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ
জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অমূল্য দুই পয়েন্ট হারানোয় লা লিগার শীর্ষস্থান কেড়ে নিয়েছে বার্সেলোনা। তবে ম্যাচ নিয়ে বেজায় অসন্তুষ্ট রিয়াল কোচ জাবি আলোনসো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দিলেন, ভিএআর ও মাঠের সিদ্ধান্ত তাদের তাল হারানোর কারণগুলোর একটি।
রিয়াল মাদ্রিদ ম্যাচটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় প্রথমার্ধেই, যদিও বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যায়। আলোনসো তার বিশ্লেষণে বলেন, 'দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি। কিন্তু নির্ভুলতার ঘাটতি ছিল। লিগ এখনো অনেক বাকি, কিন্তু ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে কেন পারিনি, সেটা বিশ্লেষণ করতে হবে।'
তবে সবচেয়ে তীক্ষ্ণ মন্তব্য ছিল রদ্রিগোকে ঘিরে হওয়া বিতর্কিত মুহূর্তে। বক্সে ফাউলের পর রিয়াল খেলোয়াড়দের জোরালো পেনাল্টি দাবি সত্ত্বেও ভিএআরে যাচাই করা হয়নি। কোচের কণ্ঠে স্পষ্ট অসন্তোষ, 'রদ্রিগোর পড়াটা কেন ভিএআরে যাচাই করল না, তা অবাক করে। এটা এমন একটি মুহূর্ত যা ম্যাচ বদলে দিতে পারত। ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা হয়নি। কথা আছে, সেখানে যোগাযোগ হয়েছিল।'
শীর্ষস্থান হাতছাড়া, তিন ম্যাচ ধরে জয়হীন রিয়াল, স্বাভাবিকভাবেই সমালোচনার চাপ বাড়ছে। তবুও দলকে একতাবদ্ধ রাখার আহ্বান জানালেন আলোনসো, 'দোষারোপ নয়, আমাদের একতা ধরে রাখতে হবে এবং সৎ আত্মসমালোচনা করতে হবে। এখন সামনে অ্যাওয়ে ম্যাচের ধারা, বিলবাওতে জিততে পারলে পরিস্থিতি বদলে যেতে পারে। লিগ টেবিল এখনই চূড়ান্ত নয়, অনেক বদল আসবে।'
এদিন ম্যাচের ৪৫তম মিনিটে ধাক্কা খায় রিয়াল। রিয়ালের ডিফেন্স লাইনে মুহূর্তের অসাবধানতায় তৈরি হওয়া ফাঁক কাজে লাগান উনাহি। তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করে বসেন জিরোনার রিনকন, আর ভিএআর চেকের পর মেলে রিয়ালের পেনাল্টি। তাতে সমতাসূচক গোল করেন কিলিয়ান এমবাপে।


Comments