চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে উদ্বিগ্ন নন এমবাপে: আলোনসো

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চাপ কিলিয়ান এমবাপেকে একটুও বিচলিত করছে না, এমনটাই জানালেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেইয়ের বিপক্ষে লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে দেন, নতুন এই প্রকল্পের শুরুতে ফরাসি সুপারস্টার একেবারেই শান্ত ও আত্মবিশ্বাসী।
২৬ বছর বয়সী এমবাপে গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে যোগ দেন রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালে। তবে তার বিদায়ের পরপরই পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়। ফলে এমবাপেকে ঘিরে চাপের প্রসঙ্গ উঠছিল ঘনঘন।
আলোনসো অবশ্য তা উড়িয়ে দিয়ে বলেন, 'এমবাপে উদ্বিগ্ন নয়। আমরা সবাই জানি, এটি কেবল একটি নতুন প্রকল্পের শুরু। লক্ষ্য অবশ্যই শিগগিরই চ্যাম্পিয়ন্স লিগ জেতা, আর সেই পথের বড় অংশ এমবাপে। কিন্তু সে মোটেও অস্থির নয়। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগের মানে নিয়ে কথা বলেছি, তবে মে মাসের ফাইনাল নিয়ে নয়, আমরা নিকট ভবিষ্যতের ওপর মনোযোগী।'
এর আগে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে খেলেছিলেন এমবাপে। কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিসে ভুগে তিনি ছিলেন অনেকটাই অস্বস্তিতে, আর রিয়াল ৪-০ ব্যবধানে হেরে যায়। সেই প্রসঙ্গ টেনে আলোনসো বলেন, 'তখনকার এমবাপে ছিল অনেকটা "হালকা সংস্করণ"। এখন সে পুরো ফিট।'
নতুন মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে আছেন এমবাপে। এখন পর্যন্ত চার ম্যাচে চার গোল করে ফেলেছেন। কোচের চোখে তিনি কেবল গোলদাতা নন, বরং নেতৃত্বগুণ দিয়েও দলকে অনুপ্রাণিত করছেন। আলোনসোর ভাষায়, 'অভিজ্ঞতা, ব্যক্তিত্ব আর সতীর্থদের ওপর প্রভাব—সব মিলিয়ে সে একজন প্রকৃত লিডার।'
রিয়াল মাদ্রিদ গত ১২ আসরে ছয়বার ইউরোপ সেরার মুকুট জিতেছে। তাই এত সমৃদ্ধ ইতিহাসের কারণে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ আছে কি না -এমন প্রশ্নে আলোনসো বলেন,
'এটি এক অবিসংবাদিত সত্য, সম্মান, প্রেরণা। একইসঙ্গে এটি এমন একটি দায়িত্ব, যা উপভোগ করেই পালন করতে হয়। রিয়ালের হয়ে এই প্রতিযোগিতায় খেলা নিঃসন্দেহে এক বিশাল সৌভাগ্য।'
Comments