এমবাপের চেয়ে রোনালদোর 'জয়ের মানসিকতা বেশি'

জয়ের ক্ষুধায় কে এগিয়ে? ক্রিস্তিয়ানো রোনালদো না কিলিয়ান এমবাপে? সতীর্থ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানালেন, নেতৃত্ব ও মানসিক দৃঢ়তায় এখনো রোনালদোই সবার সামনে, তবে দ্রুত সেই ব্যবধান কমিয়ে আনছেন রিয়ালের বর্তমান ফরাসি সুপারস্টার এমবাপে।

কোর্তুয়ার মতে, সময়ের সঙ্গে এমবাপে এমন এক স্তরে পৌঁছাতে পারেন, যেখান থেকে আজও রোনালদোর নাম উচ্চারিত হয় পূর্ণ শ্রদ্ধায়। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো রিয়ালের ইতিহাসে রেখে গেছেন সর্বোচ্চ ৪৫০ গোলের রেকর্ড। অন্যদিকে মাত্র দেড় বছরের ক্যারিয়ারে এমবাপে ৭৫ ম্যাচে করেছেন ৬২ গোল, যার মধ্যে চলতি মৌসুমেই ১৮টি।

এল পার্তিদাজোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্তোয়া বলেন, 'রোনালদোর সঙ্গে আমি খেলিনি, কারণ আমার রিয়ালে যোগ দেওয়ার গ্রীষ্মেই তিনি জুভেন্তাসে চলে গিয়েছিলেন। তবে বাইরে থেকে যেটা দেখেছি, তাতে মনে হয় দু'জনই আলাদা ধরনের খেলোয়াড়। রোনালদোর জয়ের মানসিকতা এখনো এমবাপের চেয়ে একটু বেশি। কিন্তু এ মৌসুমে এমবাপে সেই জায়গাটায় দারুণ উন্নতি দেখিয়েছে, সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।'

২৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী এমবাপে ভবিষ্যতের ব্যালন ডি'অরজয়ী হয়ে উঠবেন, এ বিশ্বাস রিয়াল শিবিরে প্রবল। তার লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা, আর সেই পথে নেতৃত্বগুণও শান দিচ্ছেন তিনি।

অন্যদিকে ৪০ বছর বয়সেও রোনালদো নিজেকে প্রমাণ করে চলেছেন আল-নাসরের হয়ে। তার নজর এখন ২০২৬ বিশ্বকাপ ও সম্ভাব্য ১,০০০ ক্যারিয়ার গোলের অবিশ্বাস্য মাইলফলকে।

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কোর্তোয়া বলেন, 'বুফনকে চল্লিশের ঘরে খেলতে দেখে অনুপ্রাণিত হই, যদিও আমি হয়তো এতটা দীর্ঘ যাবো না। তবে নয়ার যেভাবে ৩৮-৩৯ বছরেও দারুণ খেলছে, সেভাবেই আমিও অন্তত ওই বয়স পর্যন্ত খেলতে চাই, আশা করি রিয়াল মাদ্রিদেই। যদি কোনো সময় ক্লাব মনে করে অন্য কাউকে জায়গা দিতে হবে, আমি তা মেনে নেব। দলের স্বার্থই আমার কাছে সবার আগে।'

Comments

The Daily Star  | English
inside story of the attack on Daily Star office

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

2h ago