মেসির সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রোনালদো!

Cristiano Ronaldo & Lionel Messi

কল্পনা করুন দুই ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি খেলছেন একই দলে। দুজনে জুটি বেঁধে করছেন গোল, জড়িয়ে ধরে করছেন উল্লাস। জরিপ ছাড়াই বলা যায় এমন দৃশ্য দেখতে চাইবেন কোটি কোটি ফুটবলপ্রেমী। তবে স্রেফ কল্পনা নয়, এমন দৃশ্য বাস্তব হওয়াও উড়িয়ে দিচ্ছেন না রোনালদো।

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একদিন ড্রেসিংরুম ভাগ করে নিতে চান কিনা – আর্জেন্টাইন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, 'আপনি জানেন না কী হবে (আগামীতে), সময় আছে। আমার বয়স ৪০, কিন্তু কখনোই না বলবেন না (যে এমন হবেই না)। তবে, এটা খুবই কঠিন।'

শনিবার মিউনিখে স্পেনের বিপক্ষে পর্তুগালের নেশনস লিগের ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে এই প্রশ্নটি করা হয়েছিল রোনালদোকে। জবাবে, মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে রোনালদো কিছু আকর্ষণীয় মতামত দেন।

আর্জেন্টিনার প্রতি যে তার অনুরাগ আছে সেটা বুঝিয়ে দেন পর্তুগিজ তারকা, 'আপনারা জানেন আর্জেন্টিনার প্রতি আমার অনেক অনুরাগ আছে। আমার বান্ধবী আর্জেন্টাইন, তাই আমার প্রীতি থাকবে না কেন? এটা খুবই বিশেষ। আমি আর্জেন্টাইন ক্লাব থেকে ক্লাব বিশ্বকাপে খেলার আমন্ত্রণও পেয়েছি।'

মেসির দেশ আর্জেন্টিনায় যাওয়ার ইচ্ছাও জানান রোনালদো,  'আমি এখনও আর্জেন্টিনায় যাইনি, এবং আমি সত্যিই সেখানে যেতে চাই। আর্জেন্টাইনদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। আমি সেখানকার কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না, তবে মেসির প্রতি আমার অনেক অনুরাগ আছে।'

'এটা সত্যি যে আমরা বহু বছর ধরে প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু আমি আগেও সাক্ষাৎকারে বলেছি – আমরা ১৫ বছর ধরে একই মঞ্চে ছিলাম। আমার মনে আছে আগে... আমি জানি না সে এখন একটু ইংরেজি বলতে পারে কিনা, তবে মেসি তখন কোনো ইংরেজি বলতে পারতো না। যখন বিভিন্ন গালা ইভেন্টে কী করতে হবে বোঝানো হতো, তখন আমি তার জন্য অনুবাদ করতাম'। স্মৃতিচারণ করে বলেন রোনালদো।

এদিকে আসন্ন ক্লাব বিশ্বকাপে তার খেলার গুঞ্জন নাকচ করে দেন আল-নাসর তারকা।

Comments

The Daily Star  | English

EC asks NCP to pick election symbol from 50 options

Choices range from brinjal and banana to football and helicopter; deadline Oct 7

41m ago