বাইসাইকেল কিকে গোল করে মুগ্ধতা ছড়ালেন রোনালদো

ছবি: রয়টার্স

সবশেষ ফিফা উইন্ডো একদমই ভালো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দেখেন সরাসরি লাল কার্ড। সেই হতাশা সামলে ক্লাবে ফিরেই চোখ ধাঁধানো গোলে মুগ্ধতা ছড়ালেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগে রোববার রাতে ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল খালিজকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ভক্ত-সমর্থকদের তাক লাগিয়ে দেন ৪০ পেরিয়ে যাওয়া রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডানপ্রান্ত থেকে নাওয়াফ আল বুশাইলের ক্রসে বাইসাইকেল কিকে জাল কাঁপান তিনি।

অনন্য শারীরিক সামর্থ্যকে কাজে লাগিয়ে গোল করার জন্য সুপরিচিত রোনালদো। বাইসাইকেল কিকে দর্শনীয় গোল তিনি আগেও করেছেন। ২০১৭-১৮ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে সেই গোলের স্মৃতি এখনও হয়তো তাজা অনেকের মনে। তবে ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায় এমন জাদুকরী মুহূর্ত উপহার দেওয়া আলাদা কৃতিত্বের দাবি রাখে।

রোনালদোর আগে আল নাসরের হয়ে জাল খুঁজে নেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে। এতে প্রো লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ক্লাবটি। ৯ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। দুইয়ে থাকা আল হিলালের অর্জন সমান ম্যাচে ২৩ পয়েন্ট।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস ঘুরে ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেন রোনালদো। তবে তিন বছর পূর্ণ হতে চললেও ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০২৩ সালে উঁচিয়ে ধরা আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপই তার একমাত্র ট্রফি। অতিরিক্ত সময়ে গড়ানো ওই ফাইনালে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছিলেন তিনি।

চলমান সৌদি লিগে গোলমুখে দারুণ ছন্দে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ৯ ম্যাচে ১০ গোল নিয়ে আসরের গোলদাতাদের তালিকায় তিনি অবস্থান করছেন দুইয়ে। শীর্ষে আছেন তার জাতীয় দল ও ক্লাবের সতীর্থ ফেলিক্স।

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

33m ago