তালাভেরার বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়ালের
তালাভেরার মাঠে আত্মতুষ্টির খেসারত প্রায় দিতে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের বড় সময়জুড়ে নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে প্রবল চাপে পড়ে তারা। কিলিয়ান এমবাপে আবারও পার্থক্য গড়ে দেওয়া নাম। থিবো কুর্তোয়া অনুপস্থিত থাকলেও বদলি গোলরক্ষক আন্দ্রে লুনিন স্টপেজ টাইমে গুরুত্বপূর্ণ সেভ করে রক্ষা করেন রিয়ালকে।
কোপা দেল রে'র ম্যাচে এদিন চমকপ্রদ একাদশে মাঠে নামে রিয়াল। ফরোয়ার্ড-নির্ভর এই দলে এমবাপে শুরু থেকেই সক্রিয় ছিলেন। ম্যাচের শুরুতেই একা সুযোগ পেলেও তালাভেরার গোলরক্ষক জাইমে গনসালেস দুর্দান্ত সেভ করেন। প্রথমার্ধে জাইমে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন।
তবে ভিএআর না থাকলেও হ্যান্ডবলের সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এমবাপের সফল স্পটকিকে এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পরই এমবাপের পাস থেকে ফারানের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ০-২। বিরতিতে ম্যাচ ছিল পুরোপুরি মাদ্রিদের নিয়ন্ত্রণে।
দ্বিতীয়ার্ধে তালাভেরা ক্লান্ত হলেও লড়াই ছাড়েনি। জাইমে একের পর এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি। এই সময় ম্যাচ জমাট রাখতে রদ্রিগো, বেলিংহাম ও চুয়ামেনিকে নামান জাবি আলোনসো। কিন্তু বদলির পরই রিয়ালের মনোসংযোগে ফাঁক দেখা দেয়। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে নাহুয়েলের গোলে ব্যবধান কমায় তালাভেরা, এল প্রাদোতে আত্মবিশ্বাস ফিরে আসে।
শেষদিকে সেই জাইমের ভুলেই এমবাপে নিজের দ্বিতীয় গোল করেন। কিন্তু তাতেও স্বস্তি আসেনি। অতিরিক্ত আত্মবিশ্বাসে বল হারান বেলিংহাম, সেই ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান ২-৩ করে তালাভেরা। শেষ মিনিটগুলোতে সমতার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। একের পর এক ক্রসে বিপদে পড়ে রিয়াল, তবে লুনিনের গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত হয়।


Comments