উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পরিসংখ্যানের আলোয় রিয়াল-আর্সেনাল লড়াই

Real Madrid Vs Arsenal

চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ দল আর্সেনাল। প্রথম লেগের ম্যাচটি হবে আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের আলোয় দুই দলের অবস্থান। 

  • দুই দলের একমাত্র লড়াইয়ে ২০০৬ সালে জিতেছিলো আর্সেনাল। সেবার শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগ ড্র করার পর দ্বিতীয়টি ১-০ গোলে জেতে গানাররা।
  • আর্সেনাল সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিলো সেই ২০০৯ সালে। এরপর থেকে ইউরোপ সেরার এই আসরে ছয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে রিয়াল।
  • রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে গত ২২টি নকআউট ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে। গত তিন মৌসুমে তারা জিতেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
  • চ্যাম্পিয়ন্স লিগে গত ৮টি নক আউট ম্যাচের প্রথম লেগের কোনটিতেই হারেনি রিয়াল, জিতেছে পাঁচটিতে।
  • লস ব্ল্যাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগ/ ইউরোপিয়ান কাপ মিলিয়ে ১১১টি ভিন্ন দলকে হারিয়েছে, কিন্তু এসবের মধ্যে নেই আর্সেনাল।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago