রিয়াল ছাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্দ্রিক!
অবশেষে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হচ্ছে। ব্রাজিলিয়ান বিস্ময়বালককে ছয় মাসের লোনে দলে নিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ফরাসি ক্লাব লিওঁ। লিগ আঁ-তে আলেকজান্দ্র লাকাজেত্তে ও জর্জেস মিকাউতাদজের বিদায়ের পর একজন স্ট্রাইকারের খোঁজে ছিল দলটি। সেই শূন্যস্থান পূরণেই স্পেন থেকে ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন এই ব্রাজিলিয়ান।
পাউলো ফনসেকার দলের শক্তি বাড়াতে মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য শুরু থেকেই লক্ষ্যে ছিলেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে আগামী গ্রীষ্মে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়বে, এই ভাবনা থেকেই দ্রুত লোনে যেতে সম্মতি দেন এই তরুণ।
মূলত রিয়াল মাদ্রিদে সুযোগ সীমিত থাকায় সাময়িকভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এন্দ্রিক। চলতি মৌসুমে লা লিগায় তার উপস্থিতি মাত্র এক ম্যাচে, আর চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন একবার।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, এটি সরাসরি ছয় মাসের লোন চুক্তি। তবে কোনো 'অপশন টু বাই' বা বাধ্যতামূলক ক্রয়ের শর্ত নেই। লিওঁ এই লোনের জন্য রিয়াল মাদ্রিদকে ১০ লাখ ইউরো ফি দেবে। ফ্রান্সে গিয়ে গ্রুপামা স্টেডিয়ামে এন্দ্রিক পরবেন ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি। রিয়াল কর্তৃপক্ষ তরুণ এই ফরোয়ার্ডকে ভবিষ্যতের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে দেখছে বলেই স্থায়ী ছাড়ার প্রশ্নই ওঠেনি।
গত কয়েক মাস ধরেই এন্দ্রিকের লিগ আঁ-তে যাওয়ার গুঞ্জন চলছিল। গ্রীষ্মে জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত একাদশে জায়গা না পাওয়াও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিষয়টি নিয়ে আগেই ব্যাখ্যা দিয়েছিলেন রিয়াল কোচ।
তিনি বলেন, 'অবশ্যই আমি চাইতাম এন্দ্রিক আরও খেলুক। কিন্তু চোট কাটিয়ে ফেরার পর আমাদের ম্যাচগুলোর পরিস্থিতি খুব টানটান ছিল। সে ভালো অনুশীলন করছে, প্রস্তুত আছে, তবে সঠিক সময়টা আসতে হয়।'
'সবাই খেলতে চায়, তরুণদের ইচ্ছেটা আরও বেশি। কিন্তু বর্তমান বাস্তবতায় আমাদের জিততে হয়, ম্যাচের প্রেক্ষাপট কঠিন থাকে। ওকে ধৈর্য ধরতে হবে, প্রস্তুত থাকতে হবে, এটা রিয়াল মাদ্রিদ। ওর সময় আসবেই,' যোগ করেন তিনি।


Comments