'রোনালদোর ক্ষমা চাওয়ার কিছুই নেই'
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে তাতে তার ক্ষমা চাওয়ার মতো কিছুই দেখছেন না তার সতীর্থ রেনাতো ভেইগা। তিনি পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার জবাব দেন বলে জানান এই ফুটবলার।
ম্যাচের ৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি কিকটা রোনালদো মাঝ বরাবর মেরেছিলেন। বলের গতিপথ ছিল সোজা, কিন্তু উঁচুতে না ওঠায় সাবেক লিভারপুল গোলরক্ষক কাওইমহিন কেলেহার পা বাড়িয়ে সেটি ঠেকিয়ে দেন। মাঠে তখন নিস্তব্ধতা, আর রোনালদো মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। মনে হচ্ছিল, নিজের দেশকে হতাশ করলেন বলেই কষ্ট পাচ্ছেন।
তবে ফুটবল নাটকীয়তা পছন্দ করে। যোগ করা সময়ের ৯১তম মিনিটে রুবেন নেভেসের গোলেই পর্তুগাল পেয়ে যায় নাটকীয় জয়। আল-হিলালের এই মিডফিল্ডার গোলটি উৎসর্গ করেন প্রয়াত সতীর্থ দিয়োগো জোটাকে। টানা তিন ম্যাচ জিতে দলটি এখন গ্রুপ 'এ'র শীর্ষে, ২০২৬ বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে।
যদি রোনালদো গোলটি করতে পারতেন, তাহলে আরও একটি রেকর্ড তার দখলে চলে যেত। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি এককভাবে শীর্ষে উঠতেন। আপাতত তিনি ৩৯ গোল করে গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে আছেন।
কিন্তু পর্তুগালের কেউই রোনালদোর দিকে আঙুল তুলছেন না। তার সতীর্থ রেনাতো ভেইগা বলেন, 'ক্রিস্তিয়ানোর ক্ষমা চাওয়ার কিছুই নেই। তিনি পর্তুগাল ও পর্তুগিজ ফুটবলের জন্য যা করেছেন, যা এখনও করে চলেছেন, এবং যেভাবে দারুণ পারফরম্যান্স দিয়েছেন, তার জন্য বরং কৃতজ্ঞ থাকা উচিত।'
রোনালদো আজ ৪০ বছর বয়সেও দেশের হয়ে অনুপ্রেরণার প্রতীক। জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ২২৪ ম্যাচে করেছেন ১৪১ গোল, জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশনস লিগ। আর এখনো স্বপ্ন দেখছেন নিজের ক্যারিয়ারের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়ার।
তবে বর্তমান পর্তুগাল দলটি যেমন প্রতিভায় ভরপুর। যেখানে রোনালদোর সঙ্গে রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াস, ভিটিনহা, রাফায়েল লেয়াওর মতো তারকা।
ভেইগা আরও বলেন, 'এখনো আমাদের মূল মনোযোগ যোগ্যতা অর্জনের দিকে। এরপরই ভবিষ্যতের কথা ভাবা যাবে। অবশ্য এই জয় আমাদের বিশ্বকাপের আরও কাছে নিয়ে এসেছে, কিন্তু এখনও আমরা কোয়ালিফাই করিনি। তাই এখনই বড় কিছু ভাবার মানে হয় না। আমরা জানি আমাদের সামর্থ্য, আমরা আত্মবিশ্বাসী, কিন্তু একই সঙ্গে খুব বিনয়ী থাকতে হবে, এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে হবে।'


Comments