১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ছবি: ক্রিস্তিয়ানো রোনালদো ফেসবুক

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও মনে করিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গৌরবময় ক্যারিয়ারে ১০০০ গোলের অনন্য মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে তিনি এখনও একইভাবে অনুপ্রাণিত।

গত শনিবার সৌদি প্রো লিগে জোড়া গোল করেন দারুণ ছন্দে থাকা পর্তুগিজ মহাতারকা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তার দল আল নাসর ৩-০ গোলে ব্যবধানে হারায় আল আখদুদকে। ক্লাব ও জাতীয় পর্যায় মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ৯৫৬। তিনি অন্তত আরও 'এক বা দুই বছর' খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে তার স্বপ্নের লক্ষ্য এখন বেশ নাগালে বলেই মনে হচ্ছে।

পরদিন দুবাইয়ে অনুষ্ঠিত 'গ্লোব সকার অ্যাওয়ার্ডস'-এ মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রোনালদো। এরপর সযত্নে লালিত স্বপ্নের কথা আবারও তুলে ধরেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। টানা দ্বিতীয় বছরের মতো এই পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, 'খেলা চালিয়ে যাওয়াটা কঠিন, তবে আমি অনুপ্রাণিত।'

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিআর সেভেন খ্যাত অভিজ্ঞ ফুটবলার যোগ করেন, 'ফুটবল নিয়ে আমার তাড়না এখনোও তুঙ্গে এবং আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি মধ্যপ্রাচ্যে খেলি নাকি ইউরোপে— সেটা বড় কথা নয়। আমি সব সময় ফুটবল খেলা উপভোগ করি এবং এটা চালিয়ে যেতে চাই।'

লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো আরও বলেন, 'আপনারা জানেন, আমার লক্ষ্য কী। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১০০০ গোল) পৌঁছাতে চাই। যদি বড় কোনো চোটে না পড়ি, তাহলে আমি নিশ্চিতভাবেই ওই সংখ্যায় পৌঁছাব।'

শেষ হতে যাওয়া ২০২৫ সালে আল নাসর ও পর্তুগালের হয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন রোনালদো। এ বছর এখন পর্যন্ত মোট ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। সরাসরি অবদান রেখেছেন ৪৪ গোলে (৪০ গোল ও চার অ্যাসিস্ট)।

আল নাসরের জার্সিতে রোনালদো করেছেন ৩২ গোল। ক্লাবটির হয়ে এ বছর আরও একটি ম্যাচ খেলা বাকি আছে তার। এছাড়া, পর্তুগালের পক্ষে নয় ম্যাচে ৮ গোল করে দলকে উয়েফা নেশন্স লিগ জেতাতে এবং ২০২৬ বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago