রোনালদোর সই করা জার্সি উপহার পেলেন ট্রাম্প

কানাডায় অনুষ্ঠিত গ্রুপ সেভেন (জি৭) সম্মেলনে এক ব্যতিক্রমী কূটনৈতিক মুহূর্তের জন্ম দিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর স্বাক্ষরিত একটি জার্সি।

সোমবার কানাডার ক্যানানাস্কিসে পৌঁছান ২০২৪ সাল থেকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্বে থাকা পর্তুগিজ রাজনীতিক কস্তা। সেদিনই এক ব্যক্তিগত বৈঠকে তিনি ট্রাম্পকে উপহার দেন রোনালদোর সই করা ৭ নম্বর পর্তুগাল জার্সিটি।

যেটি কেবল একটি উপহারই নয়, বরং শান্তির বার্তাও বয়ে এনেছে। সৌদি ক্লাব আল-নাসরে খেলা রোনালদোর নাম ও ৭ নম্বর সম্বলিত সেই জার্সিতে লেখা ছিল একটি হৃদয়ছোঁয়া বার্তা, 'প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে, শান্তির জন্য খেলছি।'

৭৯ বছর বয়সী ট্রাম্প জার্সিটি হাতে নিয়ে হেসে বলেন, 'ভালো লেগেছে। শান্তির জন্য খেলা।'

বিশ্ব রাজনীতির উত্তাল সময়ে এই বার্তা অনেকে দেখছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য উত্তেজনা প্রশমনের একটি কৌশলগত প্রয়াস হিসেবে। কস্তা নিজেও এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের হাতে রোনালদোর জার্সি তুলে দেওয়ার তিনটি ছবি আপলোড করে লেখেন, 'দল হিসেবে, শান্তির জন্য খেলা।'

এই উপহার কূটনৈতিক অঙ্গনেও শান্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ফুটবল হয়ে উঠছে রাষ্ট্রীয় সৌহার্দ্যের একটি প্রতীক। ৪০ বছর বয়সী রোনালদো আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন বলেই ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

'This election will be a great festival and the nation’s rebirth if issues are resolved'

Chief Adviser Yunus says at meeting between National Consensus Commission and political parties

Now