কোন গোলটি সবচেয়ে প্রিয়, জানিয়ে দিলেন মেসি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি বেছে নিয়েছেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় গোল। তবে চমক জাগানো বিষয় হলো, গোলটি তার 'ট্রেডমার্ক' বাঁ পায়ের জাদুকরী শটগুলোর কোনোটিতে করা নয়!

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত পাওয়া সাড়ে আটশর বেশি গোলের বহু সংখ্যক মেসি করেছেন স্রেফ একক নৈপুণ্যে। কখনও পায়ের কারিকুরিতে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে আবার কখনও নিখুঁত ফ্রি-কিকে তার গোল ভক্তদের চোখ কপালে তুলে দিয়েছে। তবে মেসির  কাছে ২০০৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা গোলটিই সবচেয়ে প্রিয়।

রেকর্ড আটবারের ব্যালন দি'অরজয়ী মেসি বৃহস্পতিবার জানিয়েছেন, ১৬ বছর আগে করা গোলটি বিশেষ স্থান দখল করে আছে তার হৃদয়ে, 'আমি হয়তো আরও অনেক সুন্দর ও মূল্যবান গোল করেছি এবং সেগুলোর গুরুত্বপূর্ণও ছিল। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেডে করা ওই গোলটি সব সময় আমার প্রিয়।'

সেবার রোমে অনুষ্ঠিত ফাইনালে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। তিনি ম্যাচের ৭০তম মিনিটে কাতালানদের দ্বিতীয় গোলটি করেছিলেন। জাভি হার্নান্দেজের ক্রসে ডি-বক্সের ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেড করে ইউনাইটেডের গোলরক্ষক এডউইন ফন ডার সারকে ফাঁকি দিয়ে খুঁজে নিয়েছিলেন জাল।

অথচ হেড কখনোই মেসির শক্তির জায়গা নয়। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ২৮ গোল তিনি করেছেন হেডে। কিন্তু নিজের সবচেয়ে প্রিয় গোল হিসেবে সেগুলোর একটিকেই বেছে নিয়ে অবাক করে দিয়েছেন তিনি।

হঠাৎ করে ৩৮ বছর বয়সী মেসিকে কেন সবচেয়ে প্রিয় গোল বেছে নিতে হলো? এর পেছনে রয়েছে একটি দাতব্য উদ্দেশ্য। এই গোলের মুহূর্তটিকে একটি চিত্রকর্মে রূপান্তরিত করবেন তুর্কি শিল্পী রেফিক আনাদল। এরপর জনহিতকর কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তা নিলামে তোলা হবে।

ইন্টার মায়ামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 'আ গোল ইন লাইফ' নামক দাতব্য কাজের অংশ এটি। মেসি ও আনাদল দুজনেই চিত্রকর্মটিতে স্বাক্ষর করবেন এবং আগামী ১১ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তা নিলামের জন্য উন্মুক্ত করা হবে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

19h ago