আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ক্রিকেট বিশ্বকাপের রোল অব অনার

আট বছর পর বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া।

ক্রিকেট বিশ্বকাপের রোল অব অনার

বিশ্বকাপের রোল অব অনার
ছবি: রয়টার্স

আট বছর পর বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরের ইতিহাসে সফলতম দলটি নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করল। প্যাট কামিন্সের নেতৃত্বে ষষ্ঠবারের মতো তারা হলো চ্যাম্পিয়ন।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজারের বেশি দর্শকের সামনে বিজয় উল্লাস করেছে অজিরা। ট্রাভিস হেডের অসাধারণ সেঞ্চুরিতে (১২০ বলে ১৩৭ রান) ভারতের মাটিতে তাদেরকেই ৬ উইকেটে হারিয়েছে দলটি। অপরাজিত হাফসেঞ্চুরি (১১০ বলে ৫৮ রান) করে তাকে যোগ্য সঙ্গ দেন মারনাস লাবুশেন। এর আগে বল হাতে দারুণ অবদান রাখেন দলটির তিন পেসার। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। দুটি করে শিকার ধরেন জশ হ্যাজেলউড ও অধিনায়ক কামিন্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পুরো ওভার খেলে ২৪০ রানে অলআউট হয় বিশ্বকাপের আয়োজক ভারত। জবাবে সাত ওভার বাকি থাকতে ৪ উইকেটে ২৪১ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া শেষবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে। তার আগে টানা তিনবার তারা শিরোপা উঁচিয়ে ধরেছিল ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে। আর অজিরা প্রথমবার বিশ্বমঞ্চে সেরা হওয়ার স্বাদ নিয়েছিল ১৯৮৭ সালে।

ক্রিকেট বিশ্বকাপের রোল অব অনার:

সাল স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৭৫ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
১৯৭৯ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
১৯৮৩ ইংল্যান্ড-ওয়েলস ভারত ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৭ ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড
১৯৯২ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পাকিস্তান ইংল্যান্ড
১৯৯৬ ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
১৯৯৯ ইংল্যান্ড-স্কটল্যান্ড-ওয়েলস-নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান
২০০৩ দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-কেনিয়া অস্ট্রেলিয়া ভারত
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
২০১১ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা
২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১৯ ইংল্যান্ড-ওয়েলস ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০২৩ ভারত অস্ট্রেলিয়া ভারত

Comments

The Daily Star  | English

Shoot directly: Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use; verified call recording also suggests she gave order to open fire on July uprising protesters

41m ago