তার কবিতা শেষ পর্যন্ত পাঠককে শিখিয়ে দেয় যন্ত্রণা কেবল ভাঙন নয়, তা পুনর্গঠনের অভ্যন্তরীণ আগুন। এমন এক আগুন, যা শব্দকে ক্ষতচিহ্ন থেকে মুক্তির সম্ভাবনায় পরিণত করে।