মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনায় বসবেন নাজমুল

Nazmul Hasan Papon
ফাইল ছবি

অনেকদিন ধরেই রান পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ দলও ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে বাজেভাবে হারছে একের পর এক ম্যাচ। তার ভীষণ চাপের মধ্যে থাকা নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাশাপাশি কথা বলেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে নির্ভার হলেও তার রানখরা নিয়ে চিন্তিত। তাই বাঁহাতি এই ব্যাটারের সঙ্গে শিগগিরই বিস্তর আলোচনায় বসতে চান নাজমুল।

শুক্রবার মিরপুর টেস্টে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে খুইয়েছে বাংলাদেশ। দুই ইনিংসেই স্বাগতিকদের টপ অর্ডার চূড়ান্ত রকমের হতাশ করেছে। প্রথম ইনিংসে ৯ বলে ৯ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ২ বল খেলে কোনো রান করতে পারেননি। এতে মুমিনুলের অধিনায়কত্ব ও দলে তার জায়গা নিয়ে সাম্প্রতিক সময়ে উঠতে থাকা প্রশ্ন আরও জোরালো হয়েছে। 

সবশেষ চার টেস্টের সাত ইনিংসে মুমিনুলের স্কোর যথাক্রমে ০, ২, ৬, ৫, ২, ৯ ও ০। সবমিলিয়ে তার রান মোটে ২৪, গড় ৩.৪২! সাদা পোশাকে ৫৩ ম্যাচে তার ডাকের সংখ্যা ১২। এর চারটিই এসেছে সবশেষ ১০ টেস্টে। এ সময়ে ১৮ ইনিংসে ১৯.২৩ গড়ে তিনি করেছেন ৩২৭ রান। ফিফটির স্বাদ পেয়েছেন কেবল দুবার।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হারের পর গণমাধ্যমের কাছে বিসিবি প্রধান নাজমুল জানিয়েছেন মুমিনুলের সঙ্গে আলোচনায় বসার কথা, 'একটা অধিনায়ক যখন রান করতে পারে না, ওর উপর চাপটা কিন্তু আরও অনেক বেশি। আমার ধারণা, মুমিনুল প্রচণ্ড মানসিক চাপে আছে। আজ আমার সঙ্গে সংক্ষিপ্ত আলাপ হয়েছে। আমি ওকে বলেছি, কাল অথবা পরশু ওর সঙ্গে বসব। একটু খোলামেলা কথা বলে দেখি, ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করছে।'

বোর্ড সভাপতির আশা, মানসিক চাপ জয় করে দ্রুত রানে ফিরবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, 'এখন পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি, ও তাড়াতাড়ি রানে ফিরুক।'

এর আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ডমিঙ্গোও কথা বলেছেন একই সুরে, 'মুমিনুল শক্ত মানসিকতার ও দারুণ খেলোয়াড়। আমি তাকে সমর্থন করছি। তাকে সম্ভবত আগামী সপ্তাহে আরেকটু পেছনে গিয়ে ভাবতে হবে। কারণ খতিয়ে দেখতে হবে এবং চাঙা হয়ে ক্রিকেটে ফিরতে হবে।'

Comments

The Daily Star  | English

15 years of illegal chemical trade: Owner on the run after deadly Mirpur fire

He is accused of negligence leading to the deaths of 16 workers in a devastating fire

1h ago