৬ দিনেও সরকারি ত্রাণ পৌঁছেনি গোয়াইনঘাটের পাঁচপাড়ায়

বন্যার পানিতে থই থই পাঁচপাড়া গ্রাম। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এখনো পৌঁছেনি সরকারি ত্রাণ সহায়তা।

এই গ্রামের ৬৫ বছর বয়সী রহিম মিয়া বলেন, 'গত ৬ দিন ধরে আমরা পানিবন্দি। অথচ, এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ পাইনি।'

তিনি আরও বলেন, 'গতকাল (মঙ্গলবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একদল যুবক এসে আমাদের কিছু মুড়ি, চিড়া, গুড়সহ কিছু জিনিস দিয়ে গেছে। আমরা বড় কষ্টে আছি, ত্রাণের অপেক্ষায় আছি।'

একই এলাকার জয়নাল মিয়া জানান, এর আগে বন্যার পানিতে তার প্রায় ৪ বিঘা জমির বোরো ধান তলিয়ে গেছে। এবারের বন্যায় এক রাতেই মারা গেছে প্রায় দেড় লাখ টাকা দামের ৩টি গরু।

ব্যক্তি উদ্যোগে ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা পেলেও পাঁচপাড়া গ্রামের বাসিন্দাদের কাছে এখনো সরকারি কোনো সহায়তা পৌঁঁছেনি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'গরু লালন-পালন করেই আমাদের সংসার চলে। কি করবো, কপাল খারাপ। বড় অসহায় হয়ে গেলাম।'

ফখরুল মিয়ার প্রতিবেশী আশিক আলি বলেন, 'ঘরে উরু সমান পানি। নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে উঠেছি। কিছুই সরাতে পারিনি। সরিয়ে যে নিব, সেই জায়গা কোথায়? শুধু লেপ-তোষক সরিয়ে নিতে পেরেছি।'

পাঁচপাড়া গ্রামের মোফতি নোমান, লোকমান মিয়া, জয়নাল মিয়াসহ অন্তত ৭ বলেন, এখানে কোনো ত্রাণ দেওয়া হয়নি। তবে সংগঠন ও ব্যক্তি উদ্যোগে চিড়া, মুড়ি, গুড়সহ বিভিন্ন শুকনা খাবার দেওয়া হয়েছে গতকাল বিকালে।

এই গ্রামের মানুষের ত্রাণ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি খোঁজ নিয়ে দেখছি।'

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

27m ago