উইন্ডশিল্ডে ফাটল, মালয়েশিয়ায় ৩ দিন ধরে আটকা বিমানের উড়োজাহাজ

উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ গত মঙ্গলবার থেকে মালয়েশিয়ায় আটকে আছে।

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ১২৬ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

মঙ্গলবার সকালে অবতরণের পর পাইলট ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান।

বিষয়টি ঢাকায় বিমান কর্তৃপক্ষকে জানানোর পর সেটি মেরামতের জন্য এয়ারপোর্টে রেখে দেওয়া হয়।

পরে কুয়ালালামপুর থেকে উড়োজাহাজটির মঙ্গলবারের ফিরতি ফ্লাইট বাতিল করা হয় এবং এতে ভোগান্তির শিকার হন ১৪৬ জন যাত্রী।

তবে, কুয়ালালামপুরে পাঠানো আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে গত রাতে আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।

উইন্ডশিল্ড মেরামতে বিশেষ ফ্লাইটে বিমানের প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি মালয়েশিয়া পাঠানো হয়।

বিমান সূত্র জানায়, শুধু উইন্ডশিল্ডে ফাটলই নয়, এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজে প্রায়ই সমস্যা দেখা দেয়।

জানুয়ারিতে বিমান ১৬৮ কোটি টাকায় ২০ বছর পুরানো দুটি বোয়িং ৭৩৭এস-৮০০ কেনে। এর মধ্যে আয়ারল্যান্ডের সেলেস্টিয়াল এভিয়েশন ট্রেডিং লিমিটেড থেকে ২০০৯ সালে লিজ নেওয়া একটি উড়োজাহাজ ছিল।

সূত্র জানায়, লিজ চুক্তি অনুযায়ী ওই দুটি উড়োজাহাজ লিজিং কোম্পানির কাছে ফেরত দিতে বিমানের বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকায়, বিমান ওই দুটি উড়োজাহাজ কিনতে বাধ্য হয়।

২০২০ সালের মার্চ থেকে প্রায় ১ বছর ধরে এই দুটি বিমান ব্যবহার করে মালামাল পরিবহন করায় এর সিট, ওভারহেড লাগেজ বিন, টয়লেট ও মেঝেসহ অভ্যন্তরীণ বেশ কিছু ক্ষতি হয়।

পাইলটের ত্রুটিপূর্ণ পরিচালনার কারণে ইঞ্জিনের ক্ষতি হওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে বিমানের একটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ পড়ে আছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

12h ago