লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স ফর ২০২২

'উবার রাইডে ফোন, টাকা, চাবি ফেলে যাচ্ছেন বাংলাদেশিরা'

উবার
ছবি: রয়টার্স

বাংলাদেশি গ্রাহকরা রাইডশেয়ারিং জায়ান্ট উবারের রাইডে ফোন, টাকা ও চাবি—এ ৩টি গুরুত্বপূর্ণ জিনিস ভুলে ফেলে যাচ্ছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ফেলে যাওয়া জিনিসটি হচ্ছে ফোন।  

শুক্রবার ও রোববারে ফোন ফেলে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। বিশেষ করে দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে এ ধরনের ঘটনা বেশি ঘটছে।  

সম্প্রতি উবারের 'লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স ফর ২০২২' এর ষষ্ঠ সংস্করণে এই তথ্য জানানো হয়।  

প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছরের ৩০ মার্চ ভুল করে সবচেয়ে বেশি জিনিস ফেলে যাওয়া হয় উবার রাইডে।

এক বিবৃতিতে উবার বলেছে, গত বছর বাংলাদেশে উবার রাইডে ফেলে যাওয়া জিনিসের মধ্যে শীর্ষে ছিল ফোন, ক্যামেরা, হেডফোন ও চাবি। এর পরে ছিল মানিব্যাগ ও ছাতার মতো ইউটিলিটি আইটেম।  

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, 'যখন আপনারা বুঝতে পারেন উবারে কোনো ব্যক্তিগত জিনিস ফেলে এসেছেন, তখন আপনাদের হার্টবিট মিস হয়ে যায়। আমরা সবাই এই মুহূর্তটির সঙ্গে পরিচিত। উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স রাইডারদেরকে মজার, কিন্তু তথ্যবহুল উপায়ে উবারের ইন-অ্যাপ বিকল্পগুলো সম্পর্কে জানানোর সুযোগ করে দেয় আমাদের।'

'রাইড থেকে নামার আগে সবকিছু পরীক্ষা করতে ভুলবেন না। কিন্তু যদি ফেলেই রেখে যান, তাহলে কীভাবে হারানো জিনিস পুনরুদ্ধার করার চেষ্টা চালাবেন, তা আপনাদের জানা উচিত', যোগ করেন আরমানুর রহমান।

গ্রাহকরা উবার অ্যাপের মাধ্যমে তাদের 'হারানো জিনিস' খুঁজতে পারেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

July revolution did not seek to overturn constitution: Chief Justice

Outgoing CJ Refaat says movement aimed to purify constitutional engagement

41m ago