বেপজায় ডাচ কোম্পানির ১০.৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ

নেদারল্যান্ডের প্রতিষ্ঠান চেকপয়েন্ট সিস্টেমস বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ সামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকায় বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেকপয়েন্ট সিস্টেমসের দক্ষিণ এশীয় মহাব্যবস্থাপক কুমুদু আথুরুলিয়া এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন।

চুক্তির অধীনে প্রতিষ্ঠানটি ১০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে প্রতি বছর ১৩১৯ মিলিয়ন ইউনিট হ্যাং ট্যাগ, টিকেট, স্টিকার, লেবেল উৎপাদন করবে।

কারখানাটিতে ২৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।

চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ইউনিট ২ হবে বেপজার অধীনে পরিচালিত শিল্পাঞ্চলে একই মালিকানাধীন দ্বিতীয় প্রতিষ্ঠান।

চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এর আগে ২০০৯ সাল থেকে আদমজী ইপিজেডে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Comments

The Daily Star  | English

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

15m ago