কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম: মৌসুমী

মৌসুমী। স্টার ফাইল ফটো

চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী অডিও বার্তা দেওয়ার পর থেকেই চুপচাপ ছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ওমর সানী খাবারের টেবিলে একসঙ্গে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন 'আমরা সুখী পরিবার ছিলাম, আছি, থাকব'।

তবে, এবার নীরবতা ভাঙলেন মৌসুমী। ইনস্টাগ্রামে লিখেছেন, 'বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।'

 

ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। এ ঘটনায় জায়েদের বিরুদ্ধে পিস্তল বের করে গুলি করার হুমকির অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়। ওমর সানী বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ করেন। পরে, এসব অভিযোগ অস্বীকার করে এক অডিও বার্তা দেন মৌসুমী। যা নিয়ে সমালোচনার তীর আরও তীক্ষ্ন হয়। পরে অবশ্য মৌসুমী-ওমর সানীর সন্তান ফারদিন এহসান স্বাধীন বিষয়টি পরিষ্কার করতে আরেকটি অডিও বার্তা দেন।

সানী-মৌসুমীর জুটির ২৭ বছরের সংসারে ২ আছে। তারা হলেন- ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago