‘পরাণ’ দেখে যা বললেন মিশা, মাহি, শুভ, পরীমনি ও অন্যরা

শনিবার রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ শো দেখানো হয়। ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত 'পরাণ' সিনেমাটি মুক্তির পর থেকে নানাভাবে আলোচনায় আছে। শুরুতে ১১ হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে সিনেমাটি।

ছবি: সংগৃহীত

গতকাল শনিবার রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ শো দেখানো হয়। বিশেষ শো দেখেছেন দেশের সিনেমা ও টেলিভিশনের তারকা শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন- ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, নিরব, পূজা চেরি, দীঘি, মনিরা মিঠু, তমা মির্জাসহ অনেকে।

বিশেষ শো দেখতে এসেছিলেন পরীমনি। স্বামী শরিফুল রাজের সিনেমার সাফল্যে ছুটে আসেন তিনি। পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজ অভিনীত 'পরাণ' সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। রাজের অভিনয় দেখে আমার খুশিতে কান্না চলে আসে। সবাই ভালো অভিনয় করেছেন।'

ছবি: সংগৃহীত

মিশা সওদাগর বলেন, 'আমার কাছে পরাণ' সিনেমা অসাধারণ লেগেছে। এ কারণে দু'বার দেখা হলো সিনেমাটি। এসব সিনেমাকে উৎসাহিত করা আমার, আমাদের সবারই দায়িত্ব। 'পরাণ' সিনেমা পরিচালকের নামে চলছে এটা খুবই ভালো একটি দিক। সিনেমায় সবাই ভালো অভিনয় করেছেন সবাই। এই সিনেমা আমাদের দেশের, মাটির, মায়ের সিনেমা।'

আরিফিন শুভ বলেন, 'প্রত্যেকের অভিনয় খুবই ভালো হয়েছে। বিশেষ করে মিম দারুণ অভিনয় করেছেন। রাজকে ভাবভঙ্গি, লুক অভিনয়ের প্রাণশক্তিতে ভরপুর লেগেছে। ইয়াশ তার নিজের মতোই অভিনয় করেছেন। নাসির ভাই, সেলিম ভাই, রোজি আপা, অপু যার যার জায়গা থেকে নিজেদের সেরা অভিনয় করেছেন।'

ছবি: সংগৃহীত

মাহিয়া মাহি বলেন, 'সিনেমাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সিনেমার প্রতিটা দৃশ্য আমি উপভোগ করেছি। অনন্যা চরিত্রটিকে আমার মার দিতে ইচ্ছা করেছে। মিম খুবই ভালো করেছে এই চরিত্রে। রাজ, ইয়াশ অসাধারণ। বাংলাদেশের সবাই পরাণ সিনেমাটা দেখেছে এটাই হলো পরিচালকের কারিশমা। সবাই দলে দলে সিনেমা দেখছে, আলোচনা করছে এটা বাংলা সিনেমার জন্য সুবাতাস।'

সিয়াম আহমেদ বলেন, 'কোনো রকম দ্বিধা ছাড়াই সিনেমাটি সবার দেখা উচিত। একটি সিনেমা ভালো যাচ্ছে, হাউজফুল হচ্ছে, মানুষ সিনেমা দেখছে- সত্যি এটি বাংলা সিনেমার জন্য ভালো খবর।'

নিরব বলেন, 'পরাণ সিনেমার গল্প বলার ধরনই আলাদা। খুব সাধারণ গল্প অসাধারণভাবে তুলে ধরা হয়েছে পর্দায়। ঈদের পর থেকে হাউজফুল শব্দটা বেশি বেশি শুনছি, এটা ভালো লাগছে। এভাবেই চলতে থাকুক এটাই প্রত্যাশা করছি।'

ছবি: সংগৃহীত

পূজা চেরী বলেন, 'সিনেমার পরিচালকের কারণেই 'পরাণ' দেখতে এসেছি। আমার নিজের সিনেমার একটি কাজ ছিল, তবুও এসেছি। 'পরাণ' পরাণ ছুঁয়ে যাওয়ার মতোই একটি সিনেমা। পরিচালক রায়হান রাফি প্রমাণ করলেন তিনি একজন মাস্টার মেকার পরিচালক। সেজন্য সিনেমাটি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না।'

দিঘী দ্য বলেন, 'পরাণের পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে এটি বাংলা সিনেমার জন্য সবচেয়ে ভালো খবর। সিনেমাটি দু'বার দেখলাম, আরও একবার দেখার ইচ্ছা আছে। সবচেয়ে ভালো লেগেছে শরিফুল রাজের অভিনয়, তারপরে বিদ্যা সিনহা মিম। এর মানে এমন না অন্যরা খারাপ করেছেন, সবাই ভালো করেছেন। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে সিনেমাটি।'

এতে আরও অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

4h ago