কেকে’র মৃত্যু ‘অস্বাভাবিক’, কলকাতায় মামলা

কেকে। ছবি: টুইটার থেকে নেওয়া

কলকাতায় লাইভ পারফরমেন্স শেষে বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে'র মৃত্যুকে 'অস্বাভাবিক' আখ্যা দিয়ে মহানগরীর নিউমার্কেট থানায় মামলা হয়েছে।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কেকে'র পরিবারের মতামত নিয়েই আজ স্থানীয় সময় সকাল ৯টায় এ মামলা করা হয়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই'র টুইটারে বলা হয়, 'কলকাতার এসএসকেএম হাসপাতালে কেকে'র ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।'

হিন্দুস্তান টাইমস'র প্রতিবেদনে আরও বলা হয়, গতরাতে কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের শিক্ষার্থীদের জন্য কনসার্টে গান শেষে প্রায় ঘণ্টা খানেক পর কেকে তার হোটেলে অসুস্থ হয়ে পড়েন। এরপর সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কনসার্টে অংশ নেওয়া গুরুদাস কলেজের শিক্ষার্থী শিবাশিষ গণমাধ্যমকে বলেন, 'পারফরমেন্সের সময় কেকে পূর্ণ উদ্যমে ছিলেন। তিনি আমাদের সঙ্গে সেলফি তুলেছিলেন। অটোগ্রাফ দিয়েছিলেন। কেকে একেরপর এক গান গেয়ে যাচ্ছিলেন। কনসার্টে অনেক দর্শক এসেছিলেন।'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে বলেছেন, 'বলিউড প্লেব্যাক শিল্পী কেকে'র আকস্মিক ও অকাল মৃত্যু আমাদের হতভম্ব করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমার সহকর্মীরা গতরাত থেকেই নিরলস পরিশ্রম করছেন।'

Comments

The Daily Star  | English

Last witness to a lost kingdom: Landslides push Tripura families to the brink

Once spread across several areas of Chunarughat, the Tripura people have now been reduced to just 24 families

1d ago