কান চলচ্চিত্র উৎসব

লাল গালিচায় আলোকিত তারা

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের লাল গালিচায় হেঁটেছেন রেহানা মরিয়ম নূর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ কলাকুশলীরা।

লাল গালিচায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

গতকাল রাতে লাল গালিচায় হেঁটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের দিকে আসার সময় পুরো লাল গালিচা ফাঁকা করা হয় রেহানা মরিয়ম নূর টিমের জন্য।

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা একের পর এক সম্মানিত হচ্ছে। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রথম প্রদর্শনে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

লাল গালিচায় আজমেরী হক বাঁধনসহ অন্যরা। ছবি: সংগৃহীত

ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে রেহানা মরিয়ম নূর সিনেমা নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago