মা হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি:ফেসবুক থেকে নেওয়া

কন্যা সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ের জন্ম হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এটি ন্যান্সির তৃতীয় সন্তান।

গত বছরের আগস্ট মাসে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন নাজমুন মুনিরা ন্যান্সি। তার স্বামী মহসিন মেহেদী দেশের অন্যতম একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে কর্মরত। 

Comments

The Daily Star  | English
Bangladesh heavy vehicle tyres market

Meghna enters heavy vehicle tyre production after Gazi falls

Meghna Innova expands production of truck and bus tyres to curb imports

14h ago