মুক্তির পর ৮৪ দেশের শীর্ষে বিটিএসের জে-হোপের নতুন গান

বিটিএস সদস্য জে-হোপ। ছবি: সংগৃহী

বিটিএস সদস্য জে-হোপের আরও একটি সফল অধ্যায় শুরু হয়েছে। খুব শিগগির তার একক অ্যালবাম 'জ্যাক ইন দ্য বক্স' প্রকাশ হবে। তার আগে ১ জুলাই জে-হোপ তার অ্যালবাম থেকে 'মোর' গানটি মুক্তি দেন। গানটি মুক্তির পরপরই সারা বিশ্বের মিউজিক চার্টে জায়গা করে নিয়েছে।

পিঙ্কভিলা বলছে, জে-হোপের 'মোর' বিশ্বব্যাপী ৮৪টি দেশে প্রথম স্থান দখল করেছে। যার মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স এবং ডেনমার্কের মতো কয়েকটি বড় সংগীত বাজার। গানটি মুক্তির একাধিক দেশে ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেন্ডিং ছিল এবং মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১৭ মিলিয়নেরও বেশি মন্তব্য পেয়েছে।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন বার দেখা হয়েছে জে-হোপের 'মোর'। যা আবারও প্রমাণ করল বিটিএস আর্মিরা বিটিএসকে কতটা ভালোবাসেন। ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্সে একটি দীর্ঘ পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জে-হোপ।

আগামী ১৫ জুলাই মুক্তি পাবে জে-হোপের 'জ্যাক ইন দ্য বক্স।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago