শ্রীলঙ্কায় কারফিউ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে স্পেশাল টাস্ক ফোর্স ও পুলিশি প্রহরা। ছবি: রয়টার্স ফাইল ফটো

বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও দ্বীপদেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে।

রাজাপাকসে পরিবার ও পার্লামেন্টের সদস্যদের দেশত্যাগ ঠেকাতে গতকাল কারফিউ উপেক্ষা করে বিমানবন্দরের প্রবেশমুখে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছিলেন।

জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল।

পরে প্রেসিডেন্টের মিডিয়া ডিভিশনের ঘোষণায় বলা হয়, দেশজুড়ে কারফিউ বুধবার সকাল ৭টা পর্যন্ত চলবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, কারফিউয়ের সময় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

10h ago