২৬ বার এভারেস্ট জয় করে কামি রিতা শেরপার রেকর্ড

নেপালের কামি রিতা শেরপা। ছবি: রয়টার্স

একে একে ২৬ বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা।

আজ রোববার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

গতকাল ৫২ বছর বয়সী কামি রিতা শেরপা আরও ১০ জন শেরপার সঙ্গে এভারেস্টের এতিহ্যবাহী দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে ২৯ হাজার ৩১ ফুটের এ পর্বত চূড়ায় আরোহণ করেন।

কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, 'কামি রিতা শেরপা তার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।'

এ ছাড়া, স্বামীর এ অনন্য কৃতিত্বে বেশ খুশি হওয়ার কথা জানিয়েছেন কামি রিতার স্ত্রী জাংমু।

১৯৫৩ সালে এ পথ ধরেই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি।

এ বছর নেপাল ৩১৬ জনকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে। চলতি মে মাসেই কেবল তারা এভারেস্টে আরোহণ করতে পারবেন। গত বছর সর্বোচ্চ ৪০৮ জনকে এভারেস্টে চড়ার অনুমোদন দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

হিমালয়ের দেশ নেপাল বৈদেশিক মুদ্রার জন্য ব্যাপকভাবে পর্বতারোহীদের ওপর নির্ভরশীল। তবে ২০১৯ সালে এভারেস্টে পর্বতারোহীদের ভিড় এবং বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি।

১৯৫৩ সালে নেপাল ও তিব্বতের দিক দিয়ে প্রথম জয়ের পর এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টে আরোহণ করেছেন পর্বতারোহীরা।

হিমালয়ান ডেটাবেস অনুসারে, অনেক পর্বতারোহী একাধিকবার এভারেস্ট জয় করেছেন এবং এখন পর্যন্ত ৩১১ পর্বতারোহী মৃত্যুবরণ করেছেন।

Comments

The Daily Star  | English

Shibir-backed candidates Shadik, Farhad leading in top two Ducsu posts

Counting going on till 6:00am; turnout 78% in polls marked by festivities

4h ago