৬ মাসের মধ্যে ৩ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য চায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার নবনিযুক্ত অর্থমন্ত্রী আলী সাবরি। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি বলেছেন, গুরুতর অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ পুনরুদ্ধার করতে আগামী ৬ মাসের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের প্রয়োজন।

আজ শনিবার রয়টার্স জানায়, এই দ্বীপ দেশের ২২ মিলিয়ন জনসংখ্যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং দেশটিতে ওষুধ, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে এবং প্রেসিডেন্ট গোতাবায়ে রাজপাকসে ব্যাপক চাপের মধ্যে পড়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার মাধ্যমে ৩ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী আলী সাবরি চলতি সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, 'তবে এটি অত্যন্ত কঠিন একটি কাজ।'

জেপি মরগান বিশ্লেষকরা চলতি সপ্তাহে অনুমান করেছেন যে, এ বছর শ্রীলঙ্কার মোট দেনার পরিমাণ হবে প্রায় ৭ বিলিয়ন ডলার। ফলে দেশটি ৩ বিলিয়ন ডলারের তারল্য ঘাটতিতে পড়বে।  

আলী সাবরি বলেন, জরুরি জ্বালানির জন্য ভারতের কাছ থেকেও ৫০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইন চাইবে শ্রীলঙ্কা। যা দেশটির ৫ সপ্তাহের জ্বালানি চাহিদা পূরণ করতে পারবে।

Comments

The Daily Star  | English

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

56m ago