ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

ছবি: রয়টার্স

ভারতের কেরালায় মাঙ্কিপক্সের দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে। দুবাইফেরত ৩১ বছর বয়সী এই ব্যক্তি কেরালার কান্নুরের বাসিন্দা।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, কান্নুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই মাঙ্কিপক্স রোগীর অবস্থা স্থিতিশীল। তার সঙ্গে যোগাযোগকারীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, গত ১৪ জুলাই কেরালায় ভারতের প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, জনস্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নে কেরালা রাজ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় সরকার কেরালায় একটি মাল্টি-ডিসিপ্লিনারি টিম পাঠিয়েছে। সরকার ১৪টি জেলায় সতর্কতা জারি করেছে এবং ৪টি বিমানবন্দরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

কেরালায় একটি মাল্টি-ডিসিপ্লিনারি টিম পাঠিয়েছে। সরকার ১৪টি জেলায় সতর্কতা জারি করেছে এবং ৪টি বিমানবন্দরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP, Yunus meeting underway at Jamuna

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

32m ago