মানিকগঞ্জ

ইউপি চেয়ারম্যানকে মারধর করা সেই প্যানেল মেয়রের জামিন

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে মারধর করার ঘটনায় গ্রেপ্তার মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজাকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মাদ আব্দুন নূর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সকালে আসামি আবদুর রাজ্জাককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ পাঠানো হয়। আদালতে তিনি জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মাদ আব্দুন নূর আসামির আবেদন মঞ্জুর করেন।'

প্যানেল মেয়র আবদুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক।

গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা চলাকালে ওই মারধরের ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ৮টার দিকে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল পৌর প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মারধর ও হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত পৌনে ৯টার দিকে মামলা রুজু করা হলে প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

37m ago