উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্প। ছবি: ফাইল ফটো

কক্সবাজারে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী মরদেহ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখনও মামলা হয়নি।'

তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় রাজা পালং ইউনিয়নের কুতুপালং সংলগ্ন মধুরছড়া এলাকার ১৭ নম্বর ইরানী পাহাড় ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ (৪২) সেই ক্যাম্পে বসবাস করতেন।

গতকাল নিহতের স্ত্রী সাজেদা বেগম (৩৫) গণমাধ্যমকে বলেন, 'আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদ শাহ ক্যাম্পের পাশের দোকানে গেলে হঠাৎ কয়েকজন অপরিচিত মানুষ তাকে গুলি করে পালিয়ে যান।'

'গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' যোগ করেন তিনি।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি গোয়েন্দাদের তথ্য মতে, মোহাম্মদ শাহ সশস্ত্র সংগঠন আরসার সদস্য ছিলেন। কয়েকদিন আগে ওই ক্যাম্পে হাশিম নামে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়। এতে মোহাম্মদ শাহ জড়িত ছিলেন।'

এই হত্যাকাণ্ডের পর মোহাম্মদ শাহ আত্মগোপনে ছিলেন উল্লেখ করে আরও বলা হয়, এর প্রতিশোধ নিতে মোহাম্মদ শাহ আলমকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago