কিশোরী ধর্ষণে এপিবিএন কনস্টেবল জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকায় কিশোরী ধর্ষণে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে বরখাস্ত কনস্টেবল শিমুল আহমেদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায় বলেছেন, বরখাস্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত হওয়ায় তাকে বিচারের আওতায় আনা উচিত।

সুজন গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে ৯ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে ওই কিশোরী আদালতে ঘটনার বর্ণনা দিয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের ২৭ ডিসেম্বর শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মতিঝিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন।

ওই মামলায় পুলিশ শিমুলকে ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

মামলার নথি অনুযায়ী, ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শিমুল ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করেন। সে সময় তার অভিভাবক বাড়িতে উপস্থিত ছিলেন না।

Comments

The Daily Star  | English

Inside a coordinated assault on The Daily Star

Reporter recounts how vandalism, smoke, and security threats shut down the newsroom

56m ago