গৃহবধূকে নির্যাতন: সেই গ্রাম পুলিশ কারাগারে

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নোয়াখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূকে পেটানোর অভিযোগে গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুধারাম মডেল থানা পুলিশ তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আমলী আদালত-১ সদর কোর্টে হাজির করেন। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোররাতে উপজেলার কালাদরাপ গ্রামের বাড়ি থেকে নুর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও কালাদরাপ গ্রামের আব্দুল হকের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ও সদর কোর্টের জিআরও মো. তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ডেইলি স্টারে গৃহবধূ নির্যাতনের সংবাদ দেখে সুধারাম মডেল থানার ওসিকে গ্রাম পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিই।

গত ১৯ জুলাই বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে তার দুই শিশু সন্তানের সামনে লাঠি দিয়ে বেধরক পেটান নুর হোসেন। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হয়ে তিনি গৃহবধূকে পিটিয়েছেন বলে অভিযোগ আছে।

এ ঘটনায় স্থানীয় ইউএনওর কাছে গতকাল লিখিত অভিযোগ দেওয়া হয়।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

27m ago