ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা: দুই আইনজীবীসহ ৫ জনের ৩ দিনের রিমান্ড

শুনানির সময় আদালতে শত শত আইনজীবী সমবেত হন। তারা তাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। ছবি: চৈতন্য হালদার

রাজধানী ঢাকার জুরাইন এলাকায় মোটরসাইকেলের যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর ট্রাফিক পুলিশ সার্জেন্টের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অপর ২ আইনজীবী সোহাগ-উল-ইসলাম রনি ও ইয়াসির আরাফাত ভূঁইয়াসহ ৫ জনকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে, তাদের আদালতে হাজির করে ৫ জনের ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

শুনানির সময় আদালতে শত শত আইনজীবী সমবেত হন। তারা তাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

শুনানির সময় ৪ পুলিশ সদস্যের সহায়তায় রনিকে আদালতে হাজির করা হয়। তার শারীরিক অবস্থা ভালো ছিল না। নিশাতের অবস্থা স্থিতিশীল ছিল এবং এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ ইয়াসমিন জাহান নিশাত ভূঁইয়ার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জমা দেয়নি।

গতকালের ঘটনার পর ওয়ারি ট্রাফিক বিভাগের সার্জেন্ট আলী হোসেন বাদী হয়ে শ্যামপুর থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ থেকে ২ হাজার জনের নামে মামলা করেন।

গতকাল সকালে ঢাকার জুরাইন এলাকায় মোটরসাইকেল যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে একদল লোকের হামলার মুখে পড়েন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আলী হোসেন। পরে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তখন সার্জেন্ট রং সাইড দিয়ে যাওয়ার জন্য এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে দেন। ওই মোটরসাইকেলে একজন নারী ছিলেন এবং তিনি পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

12h ago