পুলিশের কবজি বিচ্ছিন্নের মামলায় মূল অভিযুক্তর স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম
লোহাগাড়া থানা। ছবি: স্টার

চট্টগ্রামের লোহাগড়ায় আসামির দায়ের কোপে পুলিশ কন্সটেবলের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দায়ের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রুবি আক্তার মূল অভিযুক্ত কবির আহাম্মদের স্ত্রী।

আজ সোমবার ভোরে বান্দরবানের লামা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ কন্সটেবল জনি খানকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় পুলিশ এজাহারনামীয় ৪ জন এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে। রুবি আক্তার ওই মামলার আসামি। তবে মূল অভিযুক্ত কবির এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কনস্টেবল জনি এখন শঙ্কামুক্ত এবং তার হাতে অস্ত্রোপচার হয়েছে বলে জানান ওসি।

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের মামলার আসামি কবির আহাম্মদকে গ্রেপ্তার করতে গতকাল রোববার সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় অভিযানে যায় পুলিশ। তখন কবির কনস্টেবল জনি খানের ওপর হামলা চালিয়ে দায়ের কোপে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। এ সময় বাদী এবং আরেক পুলিশ সদস্যও আহত হন। 

জনি খানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। 

Comments

The Daily Star  | English

Victory Day: Nation honours Liberation War martyrs

The government has taken extensive programmes to celebrate the day

17m ago