রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর কাফরুলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহীমপুরের একটি ৪ তলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (২৭) ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মোহাম্মদ রাসেল পলাতক আছেন।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফাতেমার নিয়োগকর্তা (গৃহকর্তা) এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে জানান তিনি।

তার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে রাসেল ওই বাসায় গিয়ে কলিংবেল বাজালে, ফাতেমা দরজা খুলে দেয়।

দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসেল ফাতেমার পেটে ও গলায় ছুরিকাঘাত করে এবং এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কামরুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গেই রাসেল পালিয়ে যান। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

পুলিশ জানায়, প্রায় ২ মাস আগে পেশায় রিকশাচালক রাসেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। ঘটনার মাত্র এক ঘণ্টা আগে ফাতেমা ওই এলাকাতেই তাদের বাসা থেকে এই বাসায় কাজে আসেন।

Comments

The Daily Star  | English

NCP leader Jannat sought police protection a month before death

Repeated threats and harassment led her to file complaint in November

29m ago