সাভারের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিনের ৪ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাভার পৌরসভার সাবেক মেয়র ম. দেওয়ান নাজিম উদ্দিনকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তার বিরুদ্ধে অবৈধভাবে ২৯ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ তার সম্পত্তি থেকে বাজেয়াপ্ত করা হবে।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পরে নাজিম উদ্দিনকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়া দুদকে জমা দেওয়া বিবরণীতে সম্পদের তথ্য লুকানোর অভিযোগে তাকে আরও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে। আদালত মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ৫ সাক্ষীর বক্তব্য রেকর্ড করেন।

এজাহারে বলা হয়, নাজিম উদ্দিন মেয়র থাকাকালে অবৈধভাবে ২৯ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন এবং দুদকের কাছে দেওয়া বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেন।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২০ সালের ২৩ জানুয়ারি দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

12h ago