হাইকোর্টের কার্যতালিকার বাইরে রমনা বটমূলে বোমা হামলা মামলার আপিল

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আবদুল মবিনের বেঞ্চ এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে বিবাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে জানান, মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সিদ্ধান্তের জন্য এটি এখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য অন্য একটি বেঞ্চ নিয়োগ করতে পারেন।

আজ হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।

এর আগে চলতি বছরের ২৪ জুন রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ রমনা বটমূল বোমা বিস্ফোরণ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি গতকাল পর্যন্ত মুলতবি করেন।

২০০১ সালের ১৪ এপ্রিল ঢাকার রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে ২টি বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

ওই ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আকবর হোসেন ওরফে হেলালুদ্দীনের আইনজীবী শিশির মনির বলেন, 'মামলাটি ২০১৪ সাল থেকে ৩৭৫ বার হাইকোর্টের শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু রাষ্ট্র প্রতিবার মুলতবি আবেদন করায় সংশ্লিষ্ট বেঞ্চগুলো শুনানি স্থগিত করে।'

Comments

The Daily Star  | English

Ducsu polls returns to campus in style with exceptional voter turnout

It was 78% this time, a leap from 50-60% in the 1970s and ‘80s

36m ago