ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এখন যানজট নেই

বিকেলে ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট দেখা যায়নি। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল আদায়ে ধীরগতি অনেকটাই কমে এসেছে। ভাঙ্গার বগাইল টোল প্লাজায় ১০টি বুথের মধ্যে ৭টি সচল থাকায় বর্তমানে মহাসড়কে কোনো যানজট নেই।

টোলপ্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ শুক্রবার সকাল থেকে ১০টি টোল বুথের মধ্যে ৪টি বুথ চালু ছিল। পরে দুপুরের দিকে নতুন করে ৩টি বুথ চালু করায় যানজটের চাপ কমে আসে। এখন মহাসড়কে কোনো যানজট নেই।'

 

Comments