বিদ্যুৎস্পৃষ্টে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু

মো. জসিমউদ্দিন বেপারী। ছবি: সংগৃহীত

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলা ছাত্রলীগের উপকৃষি বিষয়ক সম্পাদক মো. জসিমউদ্দিন বেপারী (২৮) মারা গেছেন।

মৃত জসিমউদ্দিন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় আহত হয়েছেন সুজন (৩২) ও মইন (২০) নামে আরও দুই যুবক।

তাদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল ১০টায় বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন জসিমউদ্দিন। তাকে ছাড়াতে গিয়ে ওই গ্রামের সুজন ও মইন নামে ২ যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে বিদ্যুৎ অফিসে ফোন করার পর তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অপর ২ জনকে কুমিল্লায় পাঠানো হয়।

ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে চাঁদপুর জেলা ছাত্রলীগের জহিরুদ্দিন মিজি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তার এ অকালমৃত্যুতে শোকাহত। আমাদের শিক্ষামন্ত্রীও খবরটি শুনে শোক প্রকাশ করেছেন।'

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।'

Comments

The Daily Star  | English

Ducsu polls returns to campus in style with exceptional voter turnout

It was 78% this time, a leap from 50-60% in the 1970s and ‘80s

44m ago