মীরসরাইয়ের রেলের গেটম্যানকে পুলিশের জিজ্ঞাসাবাদ

মীরসরাই
শুক্রবার দুপুরে মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ের গেটম্যান সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ।

আজ শুক্রবার দুপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি হাসান চৌধুরী সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যে লেবেল ক্রসিংয়ে দুর্ঘটনা হয়েছে সেখানকার গেটম্যান সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

'এ মুহূর্তে তাকে আটক বলা যাবে না। আমরা জানার চেষ্টা করছি দুর্ঘটনার সময় ঠিক কী হয়েছিল,' বলেন তিনি।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হাসান চৌধুরী জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।'

তবে, রেলের জিএম গেটম্যান থাকার কথা বললেও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলছেন দুর্ঘটনার সময় সেখানে কোনো গেট ম্যান ছিল না। তিনি ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে ঘটনার সময়ে কোনো গেটম্যান ছিল না। বাসটিতে পর্যটকরা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটির দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে আসে।'

Comments

The Daily Star  | English

Victory Day: Nation honours Liberation War martyrs

The government has taken extensive programmes to celebrate the day

1h ago